নূর মোহাম্মদ খান
বিশ সালে বিষাক্ত করোনা
মারছে বিশ্বের বিশুদ্ধ মানুষকে,
জালিমের জুলুমে তছনছ বসুধা
বিষিয়ে তুলেছিলো কি? স্রষ্টাকে।
শিশুকে অত্যাচারের শেষ পেরেকে
মেরেছিলো বিধর্মী মানবতাহীন পশুরা,
তার হৃদয় আঘাতে ঝাজরা
প্রতিবাদ হয়নি করিনি আমরা।
বলেতো দিয়েছে শ্রষ্টার কাছে সে;
সকল মানুষকে ক্ষমা করিওনা যে।
ওরা আমাকে বাঁচাতে আসেনি;
অন্যায়ের প্রতিবাদ ওরা করেনি;
আমার উলঙ্গে ওরা হেসেছ;
বিষাক্ত বিষে ওদের ছেরোনা।
ওরা ধরাকে রক্ষা করিবেনা;
বসুধার বায়ু শীতল করিবেনা;
আগামী দিনকে আসতে দিবেনা;
তুলে আনো তোমার খোয়ারে।
তোমার বসুধা করিতে রক্ষা
তোমার প্রেমে পাগল আছে কে?
ভালো বাসে সেই তোমাকে,
তোমার চরনে লুটায়েছে যে;
Leave a Reply