সিএন বাংলা টিভি ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কথাশিল্পী ও ঔপন্যাসিক রাহাত খান আর নেই (৮০)।আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় ইন্তেকাল করেন খ্যাতিমান এই সাংবাদিক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)।রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানিয়েছেন, আজ রাতে রাহাত খানের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকালে তাঁর মরদেহ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হবে। গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এ কারণে তাঁর চিকিৎসার প্রক্রিয়া জটিল হয়ে পড়ায় সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন তিনি।ষাটের দশক থেকে রাহাত খান দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে তিনি একুশে পদক লাভ করেন। এর আগে ১৯৭৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জন্মগ্রহণ করেন এই কথাশিল্পী।
Leave a Reply