স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার হাট বাজারে পেয়াজের লাগাম টেনে ধরা প্রয়োজন।দু দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেরেছে ৩০/৪০টাকা। যা দু দিন আগে ছিল ৩৫ টাকা কেজি বর্তমানে তা ৮০/১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মঙ্গলবার দুপুরে বিক্রি হয়েছে ৫৫ টাকা কেজি দরে বড় পেঁয়াজ। বুধবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা দরে। বুধবার চাঁদপুর শহরের পাল বাজার, বিপনীবাগ বাজার, নতুন বাজার, ওয়ারল্যাছ বাজার, বাবুরহাট বাজার ও পুরান বাজার ঘুরে দেখা যায় ঘন্টায় ঘন্টায় পেঁয়াজের দাম বারছে।
ভারতিয় পেঁয়াজ আমদানী রপ্তানী বন্ধের খবর পেয়ে অসাধু ব্যবসায়ি সিন্ডিকেট চক্র দাম বাড়িয়েছে বলে ভোক্ত ভোগি ক্রেতারা মনে করেন।পেঁয়াজের রপ্তানি বন্ধের খবর পেয়ে ক্রেতারা পেঁয়াজ কিনতে বাজার গুলোতে ভীড় জমাচ্ছে।ক্রেতার ভীড় দেখে অসাধু ব্যবসায়িরা ফুট করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে দিয়েছে।সকালে পাল বাজারে প্রবেশ করলে বেশ কিছু ক্রেতা বলেন, জেলা প্রশাসনের এখনই সময়এসেছে পেঁয়াজের লাগাম টেনে ধরার।কেননা অসুধু ব্যবসায়িরা সিন্ডিকেট করে ভারত থেকে পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে বলে দাম বৃদ্ধি করেছে, অধিক মুনাফা ফায়দা লুটের জন্য। বাজার মনিটরিং কমিটি বাজার মনিটরিং সঠিক ভাবে না করার কারনে আজ ক্রেতাদের দুরদর্শা। আমরা চাই যারা আগে থেকে পেঁয়াজ মজুত করে রেখে সংকট সৃস্টি করছে তাদের আইনের আওয়তায় যেন আনা হয়।
Leave a Reply