বিশেষ প্রতিনিধিঃ
বিগত ১৩/০৯/২০১৯ ইং তারিখ মতলব উত্তর থানার এসআই মোঃ ফিরোজ আলম, সংগীয় অফিসার ওফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে দশানী এলাকা হইতে টাকা দিয়া জুয়া খেলার সময় আসামী জসিম ভূঁইয়া,পিতা- সিরাজ ভূঁইয়া,সাং-জোড়খালী,থানা- মতলব উত্তর,জেলা- চাঁদপুর সহ আরো৫ জন গ্রেফতার করিয়া তাদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালত জুয়া না খেলার মুচলেকায় জামিন দিলেও জামিনে এসে আবারও জুয়া খেলায় মগ্ন জুয়ারী জসিম।
সে জুয়া খেলায় টাকার জন্য পার্শবর্তী প্রতিবেশীদের জায়গাজমি নিয়া বেদখলের পায়তারা সহ প্রতিবেশীদের ঘর বাড়ীতে প্রবেশ করিয়া চুরি ডাকাতি করার হুমকি প্রদান করিয়া আসিতেছে। স্থানীয় এলাকাবাসী জুয়ারী জসিমের বিষয়ে আইনী প্রতিকার চায়। এলাকাবাসীর প্রশ্ন জুয়ারী জসিম জুয়া খেলার জন্য এতো টাকা পায় কোথায়। কথিত আছে জুয়ারী জসিমের চাচা সফিউল্লা ভূইয়া স্থানীয় একই পরিবারের ৮জন হত্যা মামলার সাথে জড়িত ছিল এবং দীর্ঘদিন কারাবাসের পর সফিউল্লা ভূইয়া জেলখানায় মারা যায়। জুয়ারী জসিমের বিষয়ে প্রশাসনের কাছে আবেদন করে স্থানীয় ভুক্তভোগী নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান প্রশাসন জুয়ারি জসিমের বিরুদ্ধে এখনি কোন ব্যবস্থা না নিলে তাহার দ্বারা এলাকার আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।
Leave a Reply